• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা কর্মকর্তাকে পৌর মেয়রের থাপ্পড় 


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৬:১০ পিএম
শিক্ষা কর্মকর্তাকে পৌর মেয়রের থাপ্পড় 
দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহেনশাহা। ছবি : সংবাদ প্রকাশ

বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল। 

এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করতে থাকেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে থাপ্পড় মারেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তাকে উপস্থাপনের দায়িত্ব দেয়। একই সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রশাসনের একটি তালিকাও দেয়। ওই তালিকায় পৌরসভার নামটি ছিল ৫ নম্বরে। তালিকা অনুযায়ী তিনি নামগুলো ঘোষণা করছিলেন। এ সময় ৫ নম্বরে পৌরসভার নাম ঘোষণার কারণে মেয়র প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সবার সামনে মেয়র তাকে থাপ্পড় মারেন।”

পরে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফাকে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষা কর্মকর্তা উপস্থাপক ছিলেন। ওই সময় আমি শহীদ মিনারের বেদিতে ছিলাম। নাম ঘোষণার সিরিয়াল নিয়ে মেয়র তাকে লাঞ্ছিত করেছেন। একজন মেয়র সরকারি কর্মকর্তার গায়ে এভাবে হাত তুলতে পারেন না। বিষয়টি কোনোভাবেই ঠিক হয়নি। এ ব্যাপারে ওই শিক্ষা কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।”

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান ইউএনও কামরুন্নাহার।

Link copied!